বিআরডিবি
বাংলাদেশ পল্লী উন্নয়নবোর্ড (বিআরডিবি) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়নও দারিদ্র বিমোচনে নিয়োজিত দেশের সর্ববৃহৎ সরকারী প্রতিষ্ঠান। পল্লীর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তহীন পুরুষ ও মহিলা জনগোষ্ঠিকে সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক দলে সংগঠিত করে প্রয়োজনীয় সেবা ও উপকরণ সরবরাহের মাধ্যমে বিআরডিবি কৃষি উৎপাদন বৃদ্ধি, আত্মকর্মসংসহান সৃষ্টির মাধ্যমে পল্লী উন্নয়ন, দারিদ্র্য নিরসন এবং নারীর ক্ষমতায়নে নিরবাচ্ছিন্নভাবে কাজ করছে । বোর্ডের কার্যক্রম ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী/ উপদেষ্টা বোর্ডের সভাপতি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব সহ-সভাপতি, মহাপরিচালক (বিআরডিবি) প্রধান নির্বাহী ও সদস্য সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রনালয়/বিভাগ ও সংস্থার প্রতিনিধি বোর্ডের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে থাকেন । বিআরডিবি’র সাংগঠনিক কাঠামোতে ৫টি বিভাগ রয়েছে যথাঃ (১) প্রশাসন (২) অর্থ ও হিসাব (৩) সরেজমিন (৪) পরিকল্পনা, মূল্যায়ন ও পরিবীক্ষণ (৫) প্রশিক্ষণ বিভাগ। প্রতিটি বিভাগ ১ জন পরিচালকের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
ক্রম | চলমান প্রকল্প/কর্মসূচী |
০১ | মূল কর্মসূচী; |
০২ | আবর্তক ঋণ কর্মসূচী; |
০৩ | মহিলা উন্নয়ন অনু বিভাগ ( মউ); |
০৪ | উপজেলা মহিলা বিত্তহীন কেন্দ্রীয় উন্নয়ন সমিতি( মবিকেউস ); |
০৫ | পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী ( পদাবিক); |
০৬ | সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী ( সদাবিক ); |
০৭ | পল্লী প্রগতি প্রকল্প ; |
০৮ | অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তার পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচী ; |
০৯ | আদর্শগ্রাম প্রকল্প; |
১০ | একটি বাড়ি একটি খামার প্রকল্প ; |
১১ | পিআরডি-২ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS